৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে নিয়োগ পেলেন ১৩ জন
৪৩তম বিসিএস থেকে গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৩ জন কর্মকর্তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৪৩তম বিসিএস পরীক্ষা ২০২০–এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার ৩০ ডিসেম্বরের প্রজ্ঞাপনমূলে বিসিএস গণপূর্ত ক্যাডারে সহকারী প্রকৌশলী (সিভিল) পদে ১৩ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত সহকারী প্রকৌশলীদেরকে শিক্ষানবিশ সহকারী প্রকৌশলী হিসেবে যথোপযুক্ত পদে পদায়নের জন্য গণপূর্ত অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।
এসব সহকারী প্রকৌশলীকে আগামী ১৫ জানুয়ারি প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, সেগুনবাগিচা, ঢাকায় যোগদান করতে হবে।
0 Comments